মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

জানাযার পর সম্মিলিতভাবে হাত তুলে দো’আ করার বিধান



জানাযার পর সম্মিলিতভাবে হাত তুলে দো করার বিধান
মুহাম্মদ বুরহান উদ্দিন রাব্বানী

জানাযার নামাযের পর সম্মিলিতভাবে হাত তুলে মৃত ব্যক্তির জন্য দো করা জায়েজঃ
দলীল নং- ০১: পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন, فاذا فرغت فانصب والى ربك فارغب - আর যখন আপনি অবসর হবেন, পরিশ্রম করুন এবং আপনার প্রতিপালকের দিকে মনোনিবেশ করুন  আয়াতের তাফসীরে আল্লামা ফখরুদ্দীন রাযী (রহঃ) বলেন, عن قتادة والضحاك ومقاتل فى قوله تعالى- (فاذا فرغت فانصب) اى اذا فرغت من الصلاة المكتوبة فانصب الى ربك فى الدعاء و ارغب اليه فى المسآلة يعطيك - অর্থাৎ হযরত কাতাদাহ, দাহহাক মাকাতিল (রাঃ) আনহুম আল্লাহ পাকের এই বানী সম্পর্কে বলেন ((فاذا فرغت فانصب এর মর্মার্থ হল আপনি যখন ফরয সালাত শেষ করবেন, তখন নিজেকে দো করার জন্য নিয়োজিত করে নেবেন এবং প্রার্থনা করার জন্য তারই প্রতি মনোনিবেশ করবেন তিনি আপনাকে প্রদান করবেন  বর্ণিত আয়াতের তাফসীরকারকদের মতে, নামাযের দোয়ার কথা বলা হয়েছে সুতরাং জানাযা নামায যেহেতু এক প্রকার ফরয নামায যদি তা ফরযে কেফায়া সেহেতু জানাযা নামাযের পর দোয়া করা প্রমানিত
দলীল নং- ০২:عن امامة رضى الله تعالى عنه قال قيل يا رسول الله اي الدعاء اسمع ؟ قال جوف الليل الاخرودبر الصلوات المكتوبات  - অর্থাৎ হযরত আবু উমামাহ বাহেলী (রাঃ) হতে বর্নিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে জিঙ্ঘেস করা হলো যে, কোন মুহূর্তের দো অধিক কবূল হয়ে থাকে? তখন রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম বললেন রাতের শেষাংশের দো (তাহাজ্জুদের সময়) এবং ফরয নামায সমূহের পরের দো  (দ্রুত কবূল হয়ে থাকে)”  জানাযা যেহেতু ফরযে কেফায়ার নামায তাই নামাযের পরে দো করা হাদীসের ভিত্তিতে জায়েয, যেভাবে পাচঁ ওয়াক্ত ফরয নামাযের পরেও জায়েয
দলীল নং- ০৩:عن ابي هريرة رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء  - অর্থাৎ হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার নামায পড়ে ফেলবে তখন সাথে সাথেই (বিলম্ব না করেই) তার জন্য একটি খাস দো কর  হাদীস দ্বারা প্রমানিত হল যে, জানাযা নামাযের পর পরই মৃত ব্যক্তির জন্য খাস করে দো করতে হবে জানাযা নামাযের পর দো অস্বীকারকারীগণ হাদীসের উল্লেখিত দোয়াকে নামাযের মধ্যে পঠিত দো অথবা মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরস্থানে দো করাকে বুঝাতে আপ্রান চেষ্টা চালায় তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আলোচ্য হাদীসে    فاخلصواশব্দের মধ্যে فاء  হরফের অর্থ কি? আল্লামা সিরাজুদ্দীন উসমান (রহঃ) এর নাহু শাস্ত্রের বিখ্যাত কিতাব হেদায়াতুন নাহুতে হরফের অধ্যায়ে  فاءহরফের অর্থ লিখা হয়েছেالفاء للترتيب بلا مهلة نحو قام طفيل فبرهان و اذا كان الطفيل متقدم وبرهان متاخرا بلا مهلة অর্থাৎ فاء  হরফটি বিলম্বহীন পর্যায়ক্রমিক অর্থে ব্যবহার হয় যেমন قام طفيل وبرهان অর্থ তুফাইল দাঁড়ালো অতঃপর বুরহান দাঁড়ালো উদাহরনটিতে তুফাইলের দাঁড়ানো বুরহানের পূর্বে হবে এবং বুরহানের দাঁড়ানো বিলম্বহীন ভাবে তুফাইলের পরে হবে অর্থাৎ বুরহানের দাঁড়ানো তুফাইলের পূর্বে বা তার সাথে হবে না এমনকি তুফাইলের দাঁড়ানোর অনেক পরে হবে না বরং তুফাইল দাঁড়ানোর পর তার সাথে সাথেই বুরহান দাঁড়াবে
সুতরাং উক্ত হাদীস শরীফের ইবারত হল- اذا صليتم على الميت فاخلصوا له الدعاء  অর্থাৎ যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার নামায পড়ে ফেল অতঃপর তাঁর জন্য খাস করে দো কর আলোচ্য ইবারতে প্রথমে নামায পড়ার কথা বলা হয়েছে তার পর দো করার জন্য বলা হয়েছে তাই উক্ত দোয়াটি নামাযে পঠিত দো হিসেবে গন্য হবেনা নামাযের পরেই বিলম্ব না করে দো করতে হবে এবং নামাযের পর দাফন পর্যন্ত বিলম্ব করে তার পরে পঠিত দো হিসেবে উক্ত দোআটি যদি দাফনের পরবর্তী দোআ হিসেবে বুঝানো হত তাহলে হাদীস শরীফের ইবারতেفاء হরফ ব্যবহার না করে  ثم(ছুম্মা) হরফ ব্যবহার করা হত কারণ ছুম্মা হরফের অর্থ হলো الترتيب بمهلة অর্থাৎ বিলম্বের সহিত পর্যায়ক্রম যেমন বলা হয়  دخل انوار ثم محمودঅর্থাৎ আনওয়ার প্রবেশ করল অতঃপর বিলম্ব করে মাহমুদ প্রবেশ করল অনুরূপ ফা হরফের অর্থ দুরুসুল বালাগাত কিতাবের প্রনেতা আল্লামা বেগ নাসেফ, মুহাম্মদ বেগ দিয়াব, মুস্তফা তাম্মুম সুলতান আফেন্দী (রাহঃ) বর্ননা করেছেন  অনুরূপ ফা হরফের অর্থ কাফিয়া কিতাবের প্রনেতা আল্লামা জালালুদ্দীন ইবনে হাযেব (রাহঃ) বর্ননা করেছেন  অনুরূপ (ফা) হরফের অর্থ নুরুল আনওয়ার কিতাবের ব্যাখ্যাকার আল্লামা মোল্লা জীউন (রাহঃ) বর্ননা করেছেন
তাই বুঝা গেল রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম জানাযা নামাযের পর পরই দোআ করার জন্য আদেশ করেছেন আর যারা রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম এর আদেশের বিপরীতে কথা বলে তাদের ঈমান আছে কিনা সন্দেহ রয়েছে
দলীল নং- ০৪: প্রসিদ্ধ ফকীহ ইমাম কামালুদ্দীন ইবনুল হুমাম (রাহঃ) তার ফাতাওয়ার কিতাবে মুতার যুদ্ধের ঘটনা উল্লেখ করেন হযরত আব্দুল জাব্বার বিন উমারাহ (রাঃ) তিনি হযরত আব্দুল্লাহ বিন আবী বাকরাহ (রাঃ) থেকে তিনি বলেন যখন (শামদেশে) মুতানামক স্থানে (মুসলমান এবং কাফের) যুদ্ধ শুরু করল তখন রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম (মদিনা শরীফের মসজিদে নববীর) মিম্বরে বসা ছিলেন, তখন তার এবং শাম দেশের মধ্যবর্তী স্থানের সকল আবরন দূর করে উন্মক্ত করে দেয়া হল তিনি মুতার যুদ্ধ সরাসরি প্রত্যক্ষ করতে লাগলেন অতঃপর রাসুলে পাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম বললেন হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) (ইসলামের) পতাকা হাতে নিয়েছেন কিছুক্ষন অতিবাহিত হওয়ার পর তিনি শাহাদাত বরণ করলেনআল্লাহর হাবীব সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম তাঁর জানাযার নামায পড়লেন এবং তার জন্য দোআ করলেন (উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে) বললেন তোমরা তাঁর জন্য ক্ষমা প্রার্থনা কর তিনি জান্নাতে প্রবেশ করে সেখানে ঘুরাফেরা করছেন অতঃপর হযরত জাফর ইবনু আবী তালেব (রাঃ) পতাকা নিজ হাতে নিলেন কিছুক্ষন অতিবাহিত হওয়ার পর তিনি শাহাদাত বরণ করলেন  فصلى عليه رسول الله صلى الله عليه و سلم   ودعا له وقال استغفروا له অর্থাৎ অতঃপর রসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম তার জানাযা নামায পড়লেন এবং তার জন্য দোআ করলেন লোকদেরকে তার মাগফিরাতের জন্য দোআ করতে বললেন
দলীল নং- ০৫: মুতার যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীর জানাযা নামাযের পর কী করলেন তা ইমাম বায়হাক্বী (রাহঃ) সুন্দর করে সহীহ সনদে এভাবে বর্ননা দিচ্ছেন
عن عاصم بن عمر بن قتادة   ان النبى صلى الله عليه و سلم قال لما قتل زيد اخذ الراية جعفر بن ابى طالب فجاءه الشيطان فجبب اليه الحياة وكره اليه الموتى ومنه الدنيا فقال الان حين استحلم الايمان فى فلوب المؤمنين تمنينى الدنيا ؟ ثم مضى قدوما حتى استشهد فصلى عليه صلى الله عليه و سلم ودعا له وقال استغفروالاخيكم فانه شاهد دخل الجنة وهو يطير فى الجنة بجناحين من ياقوت حيث يشاء من الجنة
অর্থাৎ হযরত আছিম বিন উমর বিন কাতদাহ (রাঃ) বর্ননা করেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম তাঁর জানাযার নামায পড়লেন এবং তাঁর জন্য দোআ করলেন তারপর বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার কর, নিশ্চয়ই সে এখন শহীদ হয়ে জান্নাতে প্রবেশ করেছে এবং ইয়াকুত ডানায় ভর করে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াচ্ছেন
দলীর নং- ০৬: বিখ্যাত হানাফী ফকীহ মুহাদ্দিস আল্লামা কাসানী ওফাত ৫৮৭ হিজরী হাদীসটি দুজন সাহাবী ভাবে বর্ননা করেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) এবং হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্নিত-
فاتتهما صلاة على جنازة فلما حضرا ما زاد على الاستغفار له و روي عن  عبد الله بن سلام انه فاتته الصلاة على جنازة عمر رضى الله عنه فلما حضر قال: ان سبقتمونى بالصلاة عليه فلا تسبقونى بالدعاء له   -
অর্থাৎ উভয়ে এক জানাযায় গিয়ে জানাযার নামায না পেয়ে মায়্যিতের জন্য ইস্তিগফার পড়লেন বা দোআ করলেন আরেক বর্ননায় রয়েছে একদা হযরত উমর (রাঃ) এর জানাযা যখনই শেষ হয়েগেল তখন হযরত আব্দুল্লাহ বিন সালাম (রাঃ) আসলেন, তিনি বললেন হে আমার সাথীরা! তোমরা আমার পূবেই জানাযার নামায পড়ে ফেলেছো কিন্তু জানাযার পর দোআ আমাকে বাদ দিয়ে করো না অর্থাৎ আমাকে সাথে নিয়েই দোআা করো
উক্ত বর্ণনার দ্বারা প্রমানিত হয় যে, সাহাবায়ে কেরামগন জানাযার পর পুনরায় দোআ করতেন এটা ছিল সাহাবাগনের সম্মিলিত আমল, সুতরাং জানাযার পর দোআ করা সাহাবীদের সুন্নাত
দলীল নং- ০৭: হযরত ইবরাহীম হিজরী (রাঃ) বললেন আমি হযরত আবদুল্লাহ বিন আওফা (রাঃ) যিনি বাইতুর রিদওয়ানের তাঁর কন্যার ওফাত হলে তিনি তাঁর মেয়ের কফিনের পেছনে একটি খচ্ছরের উপর সওয়ার হয়ে যাচ্ছেন তখন মহিলারা কান্না করতে ছিলেন তিনি তাদেরকে বললেন তোমরা মর্সিয়া করোনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম মর্সিয়া করতে নিষেধ করেছেন তবে তোমাদের মধ্যে যে কেউ চায় অশ্রু ঝরাতে পারবেثم صلى عليها فكبر عليها اربعاثم قام بعد الرابعة قد ربين ما بين التكبرتين يستغفر لها ويدعو وقال: كان  رسول الله صلى الله عليه و سلم يصنع هكذا  এরপর জানাযার নামায চারটি তাকবীরের মধ্যে সম্পন্ন করলেন চতুর্থ তাকবীরের পর, দুই তাকবীরের মধ্যখানের সময় পরিমান দো করতে ছিলেন এবং তিনি (সাহাবী) বললেন অনূরূপ রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম জানাযায় করতেন
দলীল নং- ০৮: বর্নিত হয়েছে একবার রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম একটা জানাযার নামায শেষ করলেন এরপর হযরত ওমর (রাঃ) উপস্থিত হলেন তাঁর সাথে কিছু লোক ছিল তিনি দ্বিতীয়বার জানাযার নামায পড়তে চাইলেন তখন রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাল্লাম বললেন জানাযার নামায দ্বিতীয় বার পড়া যায়না  ولكن ادع للميت و استغفر له  তবে তুমি মৃত ব্যক্তির জন্য দোআ করতে পার এবং তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করো
সুতরাং উপরোক্ত দলিলাদির মাধ্যমে আমরা বুঝতে পারলাম জানাযা নামাযের পর মৃত ব্যক্তির জন্য তাঁর বিদায় বেলায় মুনাজাত বা দোআ করা একটি উত্তম উপহার আমাদের সাধারণ বিবেক বলে এত দিন যারা আমাদের একান্ত আপনজন হিসেবে ছিলেন যারা আমাদের সুখে-দুঃখে ছিলেন তাদেরউপকার করার জন্য কোন উপায় আমাদের নেই কেবল তাদের জন্য দোআ করাই একমাত্র উপহার শরীয়ত সম্মত একটি উত্তম আমল জানাযার পর দোআ করার বিরোধিতা করতে গিয়ে সমাজে ফিৎনা ফাসাদ সৃষ্টি কারীরা একটি খোড়া যুক্তি অবতারনা করে বলে বেড়ায় জানাযাইতো দোআ আবার দোয়ার কী প্রয়োজন? আমরা বলতে চাই দোআ করা যদি না জায়েয হয় তাহলে ভাত খাওয়ার পর আর কিছু খাওয়া যাবে না কারন খাওয়ার পর আবার কিসের খাওয়া? বিষয়টি একবারে হাস্যকর মূলত জানাযা কেবল দোআ হিসেবে আখ্যায়িত করা অজ্ঞতার নামান্তর কারণ যে কারণে তারা জানাযাকে দোআ বলতে চায় সে কারনে অন্যান্য নামাযকে দোআ বলতে হবে কেননা সকল নামাযের ভিতরে কোন না কোনোভাবে দোআ রয়েছে
এবার যুক্তিকে যুক্তি দিয়ে খন্ডন করা প্রয়োজন মূলত জানাযার নামায দোআ নয় নামাযের সকল শর্তাবলী জানাযার নামাযে বিদ্যমান যেমনঃ
)            জানাযার জন্য ওযু কিংবা তায়াম্মুম শর্ত কিন্তু দোয়ার জন্য শর্ত নয়
)            জানাযার জন্য কিবলামুখী হওয়াশর্ত কিন্তু দোয়ার জন্য নয়
)           জানাযার জন্য কিয়াম তথা দাড়ানো শর্ত দোয়ার জন্য নয়
)            ফিকহের কিতাব সমূহে কোথাও জানাযাকে দোআ হিসেহে উল্লেখ করা হয়নি বরং সব জায়গায় লিখা আছেসালাতুল জানাযাহতথা জানাযার নামায এমনকি জানাযার পূর্বে যে নিয়ত করা হয় তাতে আমরা বলে থাকিসালাতিল জানাযাহদোআ -ইল- জানাযাহ কেউ বলেনা
)           যে কারনে নামায ভঙ্গ হয় সে কারণে জানাযার নামায ভঙ্গ হয়
)           নামায জামাতে হয় জানাযা জামাতে হয়
)            নামাযে নিয়্যত আছে জানাযায় নিয়্যত আছে
)          নামাযে সালাম আছে জানাযায় সালাম আছে
)           জানাযায় রুকু সিজদা নেই একেক ধরনের নামায একেক ধরনের হয় যেমন ইস্তিকার নামায, ইস্তিখারার নামায, সালাতুত তাসবীহ ইত্যাদি বিভিন্ন রূপ (উসুলুশ শাশী)
১০)         নামায থেকে সালাম দ্বারা বের হতে হয় জানাযায় তাই কিন্তু দোআ থেকে পৃথক হতে সালাম প্রয়োজন হয়না
১১)         ফরয নামাযের পর দোআ হাদীস শরীফ দ্বারা প্রমানিত জানাযার নামায ফরযে কেফায়া তাই এতে দোআ অপরিহার্য
১২)         সালাতুল মাগরিবকে মাগরিবের দোআ বলা হয় না বরং নামায বলা হয় তাহলে সালাতুল জানাযাকে জানাযার দোআ কেন বলা হবে? তাই এটা নামায
১৩)        নামাযের জন্য আযান আছে, জানাযার জন্য এলান (ঘোষনা) আছে সকল নামাযেই দোআ আছে শুধু জানাযাকে খাস করা ঠিক নয়
১৪)         নামাযে মাসবুক (বিলম্বে আসলে) যেভাবে পরবর্তীতে নামায সম্পন্ন করতে হয় একই ভাবে জানাযার একই হুকুম কিন্তু দোআয় মাসবুকের মাসআলা নেই
১৫)         দোআয় এদিক সেদিক তাকানো যায়, নামাযে জানাযায় তাকানো যায়না, তাই জানাযার নামায দোআ হয় কী করে
১৬)        নামাযে মুক্তাদীর জন্যইক্তিদাআছে জানাযায় আছে
১৭)         ইস্তিসকার নামায মাঠে ময়দানে হয় জানাযার নামায তাই বরং প্রয়োজনে মসজিদে পড়া যায়
১৮)        বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনে আছে, আর যখন নামায হতে অবসর গ্রহন করবে অতঃপর দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও নামায শেষ হওয়ার পর দোআর কথা বলা হয়েছে জানাযা দোআ নয় বরং নামায, তাই তাঁর পর দোআ করতে হবে সুতরাং একটি ফরযে কিফায়ার নামাযকে কেবল দোআ হিসেবে আখ্যায়িত করে তাকে হালকা করে দেয়ার কোন মানে হয়না
অতএব আসুন তর্কের খাতিরে তর্কনয় বরং সত্যকে জানার চেষ্টা করি মহান আল্লাহ তায়ালা   রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্যকে মান্য করার চেষ্টা করি আমীন! বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাল্লাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন